🎯*"পাঞ্জাবের কৃষক আন্দোলন কি ?"- সোজা হিসেব।*🎯

সবথেকে বেশি গম উৎপাদ‌ন কোথায় হয়? - পাঞ্জাবে।
সবথেকে বেশি গম কে ক্রয় করে? - FCI
FCI কোথাথেকে ক্রয় করে? - বড় বড় আড়ৎ থেকে।
পাঞ্জাবের সবথেকে বড় আড়ৎ কী ?- সুখবিন্দর এগ্ৰো।
এই সুখবিন্দর এগ্ৰোর মালিক কে ?- হরপ্র্রিত সিং বাদল।
সবথেকে বেশী গম কোথায় নষ্ট হয়? - FCI গুদামঘরে।
নষ্ট হয়ে যাওয়া গম কি কাজে আসে?- মদ বানানোর জন্য।
নষ্ট হয়ে যাওয়া গম, সবথেকে কমদামে কে বিক্রি করে? - FCI
সবথেকে বেশী মদের বিক্রি কোথায় হয়?- পাঞ্জাবে।
Food & Civil Supply দপ্তর টি কার অধীনে?- বহুবছর ধরে এই দপ্তর টি নিজের হাতেই রাখেন, হরপ্র্রিত সিং বাদল।

*তাহলে সোজা হিসেবটা পরিস্কার।*

আর মোদী জী গোড়ায় আঘাত করেছেন। কিছু বুঝতে পারলেন? এখন আর বুঝতে অসুবিধে হবে না, Corrupted দলগুলো কেন, মোদীজীর বিরোধ করছেন।
একটু খেয়াল রাখলেই দেখতে পাবেন, এই আন্দোলনে পাকিস্তান জিন্দাবাদ এর স্লোগান চলছে, পাকিস্তানের কালো‌ পতাকা নিয়ে। এরাই হলো, সাধারন কৃষকের ভীড়ে লুকিয়ে থাকা *খালিস্তান আতঙ্কবাদী*। (সবকিছু YouTube এর ভিডিও তে এ পরিস্কার দেখা যাচ্ছে)
বিচারবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সবকিছুই পরিস্কার, বাকিটুকু আপনাদের ওপরেই রইল।
এটাই বাস্তব।।।

Collected
You can follow @TanmoySanyal9.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.