সময়ের দাবী:

বিগত কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। এর জন্য মূল ধারার কোনো দলই দোষ মুক্ত নয়। বাম এবং কংগ্রেস এর অস্তিত্ব আজ সংকটের মুখে। ওরা আসন সমঝোতা করছে না জোট করছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে যেটাই করছে আদর্শের বিরুদ্ধে গিয়ে করছে (1/n)
বাংলা তথা গোটা দেশে সবচেয়ে বড়ো শত্রু বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীরা ২১ এ রাম ২৬ এ বাম এর দিবাস্বপ্ন দেখছে। কংগ্রেস গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়ার একমাত্র শক্তি কিন্তু বলার অপেক্ষা রাখে না বাংলায় তাঁরা তৃণমূল কে সবচেয়ে বড় শত্রু মনে করে। (2/n)
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা শেষ কবে বঙ্গ বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছিলেন মনে পড়ছে না। সংসদে মোদী শাহ এর বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিয়ে কোনো লাভ হবে না যদি নিজের রাজ্যে এসে দিলু - মুকুল এর সাথে বন্ধুত্ব করতে হয়। (3/n)
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস কে শেষ করেছেন। হ্যাঁ, ঠিক অবশ্যই করেছেন। তবে ওনার আদেশ কে বাস্তবায়িত করল? কে মালদা, মুর্শিদাবাদ এ কংগ্রেস এর বিধায়ক ভাঙালো? কে জেলা পরিষদ, পৌরসভা থেকে কংগ্রেস কে উপড়ে ফেলল? (4/n)
এত গুলো প্রশ্নের একটাই উত্তর। শুভেন্দু অধিকারী। এতদিন তৃণমূলে ছিলেন তাই "মেদিনীপুরের গুন্ডা" ছিলেন। এখন যোগী আদিত্যনাথের দলে যাওয়ার পথে তাই "নন্দীগ্রাম আন্দোলনের নায়ক" হয়ে গেছেন। মমতা খারাপ, শুভেন্দু ভালো -- এই থিয়োরিটা ভক্তদের "নেহেরু খারাপ, পাটেল ভালো" এর মতো শোনায় (5/n)
সুতরাং, বলার অপেক্ষা রাখে না, বাংলায় বিজেপিকে হারানোর মতো শক্তি বাম কংগ্রেস এর নেই এবং হারানোর সদিচ্ছাও নেই।
বাংলার রাজনীতি দু ভাগে বিভক্ত হয়ে গেছে, এক দিকে বিজেপি, বাম, কংগ্রেস এর দিবাস্বপ্ন দেখা, আদর্শ জলাঞ্জলি দেওয়া লোকজন, মিম এবং অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়। (6/n)
এই দুই ধারার মধ্যে কোনো একটিকে বাছাই করতে হলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কেই সমর্থন করব। তবে তাই বলে আমার কাছে তৃণমূল কংগ্রেসের সব কাজই ভালো হয়ে গেল, এমন ভাবার কোনো কারণ নেই। (7/n)
কিন্তু উনি যেভাবে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নয়নে সচেষ্ট হয়েছেন, রাজবংশীদের উন্নয়ন করেছেন, বিশেষ করে আমার নিজের জেলা কোচবিহারে মেডিকেল কলেজ, ইন্জিনিয়ারিং কলেজ করে দিয়েছেন এতো কম সময়ে সেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। (8/n)
তাই আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি কারণ যখন আগুন জ্বলে, সেই সময় নিরপেক্ষ থাকা মানে যে আগুন জ্বালিয়েছে তাকে সমর্থন করা।

জয় বাংলা।। (9/n)
তবে কিছু জিনিস আছে যার পরিবর্তন হবে না, এতদিন যা Political Commentary এবং Election Forecasting করে এসেছি তা Unbiased ভাবেই করেছি এখনও তাই করব।
রাহুল গান্ধী কে আগেও ভালো মানুষ মনে হতো, এখনও মনে হয়, আজীবন মনে হবে। কেন্দ্রে কংগ্রেস সরকার গঠন করুক তা আমি মনে প্রাণে চাই (10/n)
বাংলাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি তাই বাংলা তেই লিখলাম। এরপর আমার সাথে কে সম্পর্ক রাখবে কে রাখবে না সেটা তাঁদের বিচক্ষণতা এবং ব্যক্তিগত ইচ্ছা এর ওপর ছেড়ে দিলাম। ব্যক্তিগত ভাবে আমার দিক থেকে সম্মান এর কোনো ঘাটতি থাকবে না।

ধন্যবাদ।। (11/11)
Those who don't understand Bengali, can DM me, but it will take sometime for me to Translate, otherwise you can ask anyone else who understands Bengali or you can use any Translation tool..
You can follow @_TheEnigmous.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.