Indian Communist কিছু কথা
যাঁরা RW কে, বিপক্ষ কে যুক্তিতে পেরে না উঠে
১.কথায় কথায় অশিক্ষিত chaddi, গোবর ভক্ত, বলে দেন

২. দেশের বিরুদ্ধে কথা বলেন।

৩. ধর্ষণ হলেই উত্তরপ্রদেশ, চিন্ময়ানন্দ দেখতে পান, অথচ এনাদের রাজনৈতিক আদর্শ দের কেচ্ছার ব্যাপারে জিজ্ঞেস করলেই পালিয়ে যান।
৪. এনারা রটিয়ে বেড়ান, নরেন সব বেচে দিলো, ১৫ লাখ কবে আসবে?
অথচ আজ পর্যন্ত কি কি বেচে দিলো তার লিস্ট দিতে পারেনি এখনো,না ১৫ লাখের ভিডিও
৫. এনারা হিন্দু দেবদেবী দের নামে, হিন্দু ধর্মের নামে কুৎসা রটিয়ে বেড়ান, অথচ অন্য ধর্মের ব্যাপারে বললেই এনাদের পিছন হলুদ হয়ে যায়।
৬. এনারা নাকি secularism এর এক্সপার্ট, অথচ ১৯৪৭ সালে দেশ ভাগ কিসের ভিত্তিতে হয়েছিল বলতেই পারেন না।

৭. এনারা CAA এর বিরোধিতা করেন, অথচ এনাদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন ধার্মিকভাবে অত্যাচারিত হয়। ভন্ড হলে যা হয় আর কি?
৮. এনারা statue of unity এর বিরোধিতা করেন, অথচ রাশিয়া তে ৯৬ বছর ধরে এনাদের রাজনৈতিক গুরু লেনিনের ডেডবডি preserve করতে কত খরচা হলো বলতে পারেন না।

৯. এনারা গীতা, মনু সংহতি, রামায়ন, মহাভারত এসবের সম্পর্কে একটি শব্দ জানেন না, অথচ পাণ্ডিত্য মারা চাই,এক্সপোজ হলে ফুটে দেন
১০. এনারা নাকি প্রচুর উন্নয়ন করেছেন 34 বছরে, তার নমুনা এখনো দেখা যায়,😜😂
অথচ এত উন্নয়নের সত্বেও মানুষ কেনো ২০১১/২০১৬ তে অষ্টম LF সরকার গড়তে দ্যায়নি, বলতে পারেন না (may be facist মুদির চক্রান্ত হবে)😂😜

১১. এনারা গেরুয়া সন্ত্রাসের কথা বলেন, অথচ কতজন মানুষকে কমিউনিস্ট
রা হত্যা করেছে আজ পর্যন্ত, তার লিস্ট দিলেই আলী মুতে দিনের ঘরে গিয়ে লুকিয়ে পড়েন।

১২. এনাদের একটা অশুভ আঁতাত আছে, যা ভারতের সনাতন ধর্ম, সংস্কৃতি কে বিলুপ্ত করতে চায়, কিন্তু নিজেরাই বিলুপ্তপ্রায়, বাকিটাও মুছে যাবে খুব তাড়াতাড়ি।😂😜🤣
শেষকালে, গেরুয়া ঝড় আসছে লোম রেড, সন্ন্যাসী রাজাদের (নরেন্দ্রভাই দামোদরদাস মোদী এবং যোগী আদিত্য নাথের) কবলে পড়ে আপনাদের রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে,
আপনারা নভেম্বর বিপ্লব শুনেছেন, আওরঙ্গজেব শুনেছেন, কিন্তু শিবাজী মহারাজ, তানাজি মালুসারে, মহা রানা প্রতাপ,
এদের বীরত্ব বা সশস্ত্র বিপ্লবের ব্যাপারে জানেন না, না জানলে ইতিহাসের পাতা উল্টে দেখে নেবেন, যেটা আপনারা মুছে দিতে চেয়েছিলেন।
কিন্তু সনাতন ধর্মকে মুছে দেওয়া অত সোজা নয়, অনেকে চেষ্টা করেছে, কালের নিয়মে তারাই মুছে গ্যাছে।
জয় শ্রী রাম
জয় হিন্দ
ভারত মাতার জয়
বন্দে মাতরম।🇮🇳🇮🇳🇮🇳
সমস্ত সহযোদ্ধা দেশপ্রেমী হিন্দু ভাইবোন দের এই লেখাটি পড়ে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করার অনুরোধ জানাচ্ছি।🚩🚩🙏🙏
You can follow @ALEXIS_MARSH86.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.