কি আর বলবো এদের কে নিয়ে চলুন দেখা যাক কতটা সত্যি আছে এই কথার মধ্যে
1. নির্মল বাংলা নিয়ে তো বলবই না কারণ ওটা রীতিমত একটা ফেক ব্যাপার
স্বচ্ছ ভারত মিশন এর rebranded ভার্সন বাঙালি কে বোকা বানানোর জন্য
2. সেচ বিষয় নিয়ে কিছু বলার আছে।
এখানে ডেরেক বাবু বলছেন 14000 হেক্টর https://twitter.com/derekobrienmp/status/1295956157631086592
আমার জানা নেই কোন প্রকল্পের কথা এখানে বলেছেন উনি
তবে যদি দেখা যায় ভালো ভাবে তাহলে দেখতে পাবো
2015 সালে বিশ্ব ব্যাংক পশ্চিমবঙ্গের সরকার কে $250 মিলিয়ন লোন দেয় সেচ প্রকল্পের জন্য, যেখানে বলা হয় 1.39 লক্ষ হেক্টর জমি এর আওতায় আনতে হবে।
এরপর পশ্চিমবঙ্গ সরকার 2015 সালে একটা এরকম প্রকল্প চালু করার কথা বলে এবং যেটাকে রীতিমত ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসেবেও চিহ্নিত করে
যেখানে 32000 হেক্টর জমি তার আওতায় আনার কথা বলা হয় আর প্রজেক্ট এর ভ্যালু বলা হয় 500 কোটি
আচ্ছা 250 মিলিয়ন ডলার ≠ 500 কোটি
আচ্ছা না হয় ধরেই নিলাম যে আরো অন্য কাজে ব্যাবহার হয়েছে।
কিন্তু 32000 হাজার এর জায়গায় 14000 কেন?
আরো জানিয়ে রাখি 15 মে 2020 তে বিশ্ব ব্যাংক আরো 413 মিলিয়ন ডলার এর লোন দিয়েছে তাও আবার ওই irrigation project এর জন্য।
আর রাস্তার কোথায় যদি আসি
জানি না কোন 5000 কিলোমিটার এর কথা এনারা বলছেন। এনাদের যা মিথ্যে বলার রেকর্ড সে হিসেবে এরা CPWD ও NHAI এর প্রজেক্ট কেও নিজেদের বলে চালিয়ে দেবে।
আমার তো মনে হয় PMGSY এবং ন্যাশনাল হাইওয়ে কেউ নিজেদের নামে চালিয়ে দিচ্ছে।
নাহলে এরা কোন রাস্তা বানায়?
হয়তো কলকাতার রাস্তা নিয়ে কথা বলা হচ্ছে may be who knows?
সেতু নিয়ে রিসার্চ করে 20 খানা নতুন এটা বের করা কঠিন কাজ আর মেরামত তো ছেড়েই দিলাম।
বাকি ওই ব্রিজ তৈরির জন্য শুধু তৃণমূল এর পা চাটা builder দের টেন্ডার দেওয়া নিয়ে বলা হলোনা
নাই ওই নদীর বুকে চলতে থাকা অবৈধ
বালি খনন এর কথা, যেটি দুর্দান্ত একটা সিন্ডিকেট তথা মাফিয়া চক্র।
যা নিয়ে আমি একটা থ্রেড আগেই লিখেছিলাম পারলে পড়বেন https://twitter.com/AvocadoJi/status/1276331035064709120?s=19
You can follow @AvocadoJi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.